আমার দু 'চোখ তোমারই দেয়া নেয়ামত
প্রত্যহ খুঁজি দেখি দৃশ্যসমেত;
যাচিত অযাচিত চিত্র,
কঠিনে -সুখের নায়াগ্রা, নীরব ঝর্না,
প্রশংসা তোমার, তোমাকে ধন্যবাদ রাহমান।
আমি সেই দু'চোখের আলোয়ে
পড়ি, দেখি আল কোরান;
হাদীস কত
কত সাহিত্য সওগাত
দিয়েছ আমাকে তুমি
তোমাকে ধন্যবাদ আল্লাহ।
আমার দু'হাত দিয়েছ বলে
প্রতিদিন বা রাতে
কিছুনা কিছু লিখতে পারি
বর্ণনায় মশগুল আমি
তোমাতে আমি আমাকে খুঁজি;
ধন্যবাদ তোমাকে রাব্বুল আলামিন।
আমার দু'ঠোঁট  দিয়েছ বলে
বলতে শিখতে শিখাতে পারি
কতনা চপলাকে
তোমাকে ধন্যবাদ মাবুদ।
আমার কান দিয়েছ বলে
শুনতে পারি
তোমারময় সব শব্দ,
তোমাকে ধন্যবাদ।
নাসারন্দ্র দিয়েছ বলে
শুকে নিতে পারি ভালো মন্দ ;
মেধা দিয়েছ বলে
সত্য মিথ্যের তফাৎ
বুঝতে পারি, বুঝাতে পারি
তোমাকে ধন্যবাদ মাবুদ -রাব্বুল আলামিন।
১৪/১০/২০১৬