তুমি ক্ষমা কর বলে তুমি রহমান
তোমার তুলনা তোমাতেই হে মহান।
আজ সারারাত
আমার দু'হাত,
অশ্রুজলের ফোঁটায় ফোঁটায়,
ক্ষমা চাইব আমার প্রার্থনায়
তোমারই কাছে আমার বিনম্রতায়।
এসে ভেসে ওঠে কতনা অবঝোর পাপের ছবি
আজিকার মাত্রাবৃত্তে এসে বুঝেছি আমি।
যা কিছু বিশাল অর্জন আমার
সবইত শুধুই তোমার।
পুণ্যের পাল্লায় আমি শূন্য
এই ধরায় আমি নগণ্য।
তোমার পরশ ছাড়া
আমার যে হবেনা ভারা।
আমার এই হাত তুমি দিওনাকো খালী
শূন্যতা পূরণ করে তোমারই রাহে রাখ স্বামী।


২/৭/১৬