আবহমান এই বাংলা
সবাইর ছিলো মন কাড়া।
কত ফুল ফুটতো এখানে ওখানে
তারই সৌরভ ছড়াতো সবার প্রাণে।
অজস্র মধুমক্ষিকার আহারী গুঞ্জনে
কী সুর বাজতো অশান্ত মনে।
ভালো লাগতো মন তাদের গানে
কোথায় হারিয়ে গেল হায় কীসের বানে?
ভোরবিহানে
পাখির কলকণ্ঠে
মুখর হতো পুরো এলাকা
ভোরের নামাজ পড়ে একা।
কতো ফুল কতো রঙ
ছিলো আহারী সঙ;.
এখন কেনো জানি এই মানুষ গুলো হয়ে গেছে
অমানুষ
হুসে হারাচ্ছে প্রত্যহ নতুন বাহুস।
ভালোবাসা এখন বড়ই ঠুনকো হয়েগেছে
মায়ার সুবন্ধন এখন অসহায় হয়ে গেছে।
মানুষ মানুষকে অন্যায়ভাবে মারে
শুধু টাকা আর স্বীয় স্বার্থের কারণে।
বিভিন্ন ফলের বাহারী রং
এখন দেখি