ঐ দ্যাখ যুগের পাখি ডাকছে নতুনের গান
হবেনা কেউ বোধ হয় তাঁদের সমান।
আসবে ছুটে তাঁরা পালে পালে
মারবেনা জুতো কারো গালে গালে।
বাজাবে বীণ তাঁরা বাদ্যবিহীন
নিঃশ্বাস থাকবে তাঁদের সীমাহীন।
শক্তি খুঁজবে তাঁরাই কাছে বার বার
তাঁর কাছে ছাড়া কভু চাইবেনা কিছু আর আর।
তাঁদের চলার গতি মানুষেরা সব
হয়ে যাবে -হবে নির্বাক।
তাঁরা আনবে এখানে নতুন প্রভাত
পড়বে নামাজ শোকরিয়া দুই রাকাত।
তাঁদের আচরণ দেখে পাখিকুল মানুষ
ফেরে পাবে তারা হারানো হুস।
আনন্দে উদ্বেল হয়ে ওঠে
গাইবে গান ওরা তাঁদের সাথে।
এই ভাবে এই জমিনে হবে চাষ
তাঁরাই দেয়া ডাক চলবে বার মাস।
শ্রদ্ধায় ভালোবাসায় ভরে যাবে মন
ফিরবেনা তাঁদের থেকে আর কোন জন।।


১৯/১০/২০১৬