আমি কীসের মুসলমান?
যে আমি পড়তে পারিনা শোনে নামাজ ভোরের আযান।
আমার নিঃশ্বাস প্রশ্বাস রেখেছেন যিনি,
ভোরের আগেই সতেজ করেছেন তিনি।
আমি কী রেখেছি সেই মান।
আমি কীসের মুসলমান।২
কত কিছু করেছি আমি দিনভর,
কখন পেরিয়ে গেছে জোহর,
আমি কী রেখেছি হিসাব তার?
কখন পেরিয়ে গেছে আছর ;
তার রাখিনি সম্মান।
আমি কীসের মুসলমান।২
ক্লান্তির অবসরে যখন ফিরেছি ,
আপনার কর্মের হিসাব কষেছি,
রাখিনি খবর মাগরিবের,
লাভ লসের টেনশনে ভুলে গেছি সময় এশার নামাজের।
আমার আমিত্বে র রয়েছেকী অম্লান।
আমি কীসের মুসলমান,
যে আমি পড়তে পারিনি শোনে নামাজ ভোরের আযান।২