পিপাসায় কাটানো প্রহরায় অপেক্ষায় প্রহর গুণা চঞ্চু ,
বিরহী বিবরে ডানা ঝাপটায়ে বেলাব তটে,
স্পন্দিত প্রাণের ফোঁটা ফোঁটা আহবানে,
প্রকর্ষিতময় হিয়া আব্রুর প্রহারে প্রহারে জুলমাত পেরোয়,
অনিদ্রতায় জাগে বেলি চামেলি হাসনাহেনা;
স্নিগ্ধতায় ভরায়ে সুবাসে সৌরভে নীরবে গুঞ্জনে,
অনির্ধারিত  সময়ে কেটেছে এক মুঠো বেলোয়াড়ী ফুলের সুঘ্রাণ,
আমি হারিয়ে খুঁজেছি চাঁদ, আত্মজার কিশলয়ে বসে।
হৃদয় ও নিকুঞ্জতায় বৈরী পাখী শিস দিয়ে আপ্লুত করে প্রায়শ মন;
শৃঙ্খলতায় নিয়ে আসে সোনালী প্রভাত।
মনের ছোট্ট কবিতার জমিনে কত কী যে রোপিত হায় জাতী,
তা মুকুলি প্রকাশে জানিয়ে দেয় বিবর্ণ রঙ আমার আমি,
নির্ঘুম ঘুমে তাই ধীরু ধীরু হাঁটায় চমকায়।
হায়রে পাখী ফুল অরণ্য গোধূলী আমার!
"রাত পোহাবার কত দেরী, কত দেরী"???!!


৭/৯/২০১৬