মনের সুপ্ত আকাঙ্ক্ষায়
জাগ্রত চোখ আশার চাঁদোয়ায়
ঠিকরে জ্বলে প্রত্যাশার ফুল
দুহাতে ভরাবে বলে আমৃত্যু আমার সুখ
তোমাতে হারাতে চাই
আমার নিলীমাময় চাওয়ার দু'চোখ
তুমি রাগত কণ্ঠের সুরেলা আদরে জড়াবে স্বপ্ন চাদর
আমি নির্বাক চোখে তোমাকে খুঁজবো
আমার মুকুলি ফোটা তৃপ্তিতে ভরা
আশার শ্রাবণ
যেখানে বিহগের ডাক সরিয়ে
জড়াবে আমৃত্যু আমার তোমার বিরহি সুবাস
দিগন্তের ফোঁটা ফোঁটা কুয়াশারা আজ
লজ্জায় সরিয়ে আমায় তোমায়
দিয়েছে সুখের বেলোয়াড়ী ঝাড়
নদী থেকে সিন্ধুতে ভালোবাসায়
জড়ালো আমার -আমাদের প্রত্যাশিত দুটি মন।