এখন আর আকাশে তারারা জ্বলেনা
মানুষের বিবরনো বিলাপে
এখন আর জোছনার প্লাবন দেখিনা
ভয়ার্তে বের হওয়া যায়না
এখন আর চাঁদ এর দীপালী ঝরেনা অচলায়
মানুষ পাখি ফুল সব যেনো নিস্তব্ধ
মৌমাছিরা এখন আর মানুষের সম্মুখে
স্বীয় বাসা তৈরী করতে চায়না
দিনের রোদ্দুর এখন খুবই সহনীয়
নির্বোধ শরীরের কারনে
ভোরের আলোয়ে এখন আর নামাজ পড়তে বের
হতে রাজী নয় মানুষ সু-মানুষের অভাবের কারনে
চিরহরিতময়তা এখন কিম্ভুতকিমাকার তাই তাসবিহ পড়ে জানের ভয়ে
শরীরের শক্তিতে আবার সৃষ্টিকর্তাকে
অবীকার করে আবার ফিরে ফিরে আসে।
আমি তাই খোঁজি আমার আবাল্য অতীত।