মনের জমিনে গজালো দূর্বা
সরাতে চেয়েও হয়না সরানো তাহা।
প্রত্যহ কোদাল দিয়ে আঁচড়ে তুলি
কিন্তু সেকেন্ডে হয় যায় কলি।
কত চেষ্টা করি তাতে ফুল ফুটাতে,
ঝরিয়ে নেয় তাহা বিদ্বেষী বাতাসে।
ফুল গুলো আজ দূরে -বহুদূরে ফোটে,
যেখানে বাঘ সিংহ এক সাথে থাকে।
তাই আমার মত অনুর্বর জমিনে তারা,
মোটেও আসতে চায়না।
পাখিদের চঞ্চুতে আনা নানাহ্ ফলের বিচি,
আমার জমিনে পড়ে , জমিন করত রিচি
তাদের কূজন কোলাহলে আমার আমি,
জেগে ওঠতাম নামাজের লাগি।
সাদা সাদা আভায় চারিদিক যেত ভরে,
সু-মানুষের পদচারনায় আমি মুগ্ধ নয়নে
আমার জমিনে হিউমাস ঢালত তাঁরা,
আমি হয়ে যেতাম তাতে পাগল পারা।
আজ প্রত্যহ হিংসার ব্রাশফায়ারে আমার জমিন,
ইরাক আফগানিস্তান ও প্যালেস্ট্যাইনের মত সীমাহীন।
অরণ্য আজ আমার জমিনে নেই,
রেস্টলিং আবহে তার হারিয়েছে খেই।
আমার আমারে আমি এখন,
চিনতে পারিনা প্রায়ক্ষন।
১/৯/২০১৬