তোমার চোখে চোখ রেখে শপথ করার আগেই
টর্নেডোর মত অপবাদের প্রচণ্ড আঘাতে
চূর্ণবিচূর্ণ করে দিলে তিল তিল করে
গড়ে ওঠানো ভালোবাসার বিবর্ণ অট্টালিকা।।
মিসাইল খেপনাস্রের নির্মম কষাঘাতে
বুকের আবাসিক এলাকা গুলু বিভরস বিবর দেশে হারিয়ে গেছে।।
তবু বি-ফিফটি টু বোমারু বিমানে করে
অবিরাম বোমা বর্ষন করে যাচ্ছ নিঃশেষ হৃদয়ের ভূমিতে।
এবার শানত হও: থাম বুঝ অন্তত একবার বোঝ
দেখ এ হৃদয়ের ভূমিতে এখন কোনো
পাখি নেই ফুল নেই রাতের জোনাকি নেই
ধূসর ধোয়ায় ওরা হৃদয়রা অস্পষ্ট হয়ে
তারা ভরা রাত আগুনের তপ্ত তাউসে মাটিরা খাঁখাঁ করছে।
জীবন্ত সতেজ কিছু পেলেই নিমিষে
খইয়ের মত ফোসকা ফুটে মারা যাবে।।
তবু শুনি এবার বাকি এটম বোমা ছুড়ে
সুসত্তা হৃদয়ের ভূমিকে ভূগর্ভের অতল তলে পাঠিয়ে দেবে?
তুমি কি আজো বুঝনি অসৎ এটম বোমাকে
আমার সত্তারস প্রতিহত করবে এক দিন?
তুমি কি আজে জানোনা আমার রিপাবলিকান গার্ডেরা
অপবাদ বিধ্বংসী কামান দিয়ে
ভূপাতিত করবে তোমার সকল অহংকারকে?