দীর্ঘায়ীত দিনের বুকে সময় চড়িয়ে
কঠিন শাবলে আঘাতে আঘাতে
হৃদয়ের সুবর্ণ কোরক ঝরিয়ে পিসিয়ে
সুখের সোনালী আবাস নিবাস
মুঠো মুঠো বকনীর তিক্ত আবহে একাকার।।
সাগর নদী বন অরণ্য ও ফুলের স্নিগ্ধতা হারিয়ে
আনকোরা আন্ধারের বৃত্তাকায়
সুপথ হারিয়ে খনে খনে ম্লানের দিকে ধাবমান
হৃদয়ে প্রতিনিয়ত রচিত ভাবনার অজস্রো ফোয়ারা
এক সাথে ভেসে ওঠে অসংখ্য অনাহারী মুখ
আমার চৈতন্য হারিয়ে বিষন্নতার অনলে বার বার পুড়ি
হৃদয়ের সাজানো পাপড়ি গুলো থরে থরে
পট পট করে ঝরে পড়ে
পাখী ডাকা পৃথিবীর কঠিন অচলার প্রান্তরে
আমি বিমুগদ্ধ হয়ে
অশ্রু প্লাবনে -