সুখের আশায় কত সুপ্রাণ ঝরালে তুমি
যে মুখে কোরান যেত চুমি
যে বুকে জড়াতো তাঁর বাণীখানি
যে বুক ঝাঁঝরা হয়েছে গুলিতে তোমার
না ফেরার দেশে যাওয়ার আগে হয়ত বলেছে আল্লাহুআকবার
তুমি তা দেখে করেছ বাহাদুরী। ২
মায়ের অশ্রুতে ভিজেছে মাটি
পাখি ফুল অরণ্য সকলি
দিগন্ত থেকে দিগন্তে বাবার আহাজারি
বোনের মমতার হাত দুখানি
স্ত্রীর ‌আর্তনাদে ফেটেছে আকাশ খানি
চোখ ভরা জলে সন
তখন বলেছে কোথায় যাব আমি। ২
এখন তুমি কারাগারে আছ বসি
ও বন্ধু কেউকী আছে তোমার পশা পাশি?
যে সাহস তোমাকে দিয়েছে তারা
এখনতো সব চলে তোমাকে ছাড়া
টাকা কড়ি জৌলুস সবতো হয়েছে হারা
ও বন্ধু তুমি এখন আর নয়তো দামী। ২ -ঐ


২৭/৬/১৬