বৃন্তে অবঘুন্ঠিত স্বপ্নাশা
ঘন-জুমাতে হাঁকে
নিঃশব্দ প্রহরায়।
হৃদয়াকাশে তারা জ্বলে
প্রত্যাশায় ফোটা বিরহী বকুল।
জলের প্লাবনে বিগড়ায় অপ্রতিবাদী মন,
দালালী অসত্য হাত থেকে প্রত্যহ প্রহরায়।
দিনের ক্লান্তিতে সুবাসিত হয় মন
আনকোরা জিঙ্গে ফুলের ছোঁয়ায়,
মনে হয় ফুটে আছে,
সদ্য গোলাপ অনাহারী মুরুর জমিনে।
নির্লিপ্ত বাগানে বিষেরা হারিয়ে সুবাস ছড়ায়।
আশায় আশ্বাসে পারিবনা বলিতে
নিয়ত যেথায় শক্তি চাষে,
কিড়মিড় করা দন্তাঘাতে।


১১/৭/১৬