আমার অভিজ্ঞতায় দেখেছি আমি
কোটি মানুষ রয়েছে যারা আমার চয়ে দামী।
সিনেমায়, থিয়েটারে কিংবা সাহিত্য মঞ্চে
তাদের পদচারনা হয় আমার অজান্তে।
ওরা প্রায়শ সবাই ইনফিডাল
তাই বুঝেনা এরা এজাল-ভেজাল।
সোজা কথা বলে বীর দর্পে
মনে হয় এই দেশে খায়না কাউকে সর্পে।
সত্যের পেয়ালায় চুমু দিয়ে জীবন চলায় ওরা
তাই কোরান হাদীসের ধার ধারেনা।
ওদের সভ্যতায় এখন রাষ্ট্রী ঘর
মুমুষূ প্রায় ধর-ধর।
বুঝার শক্তি আছে যার
তিনিতো ক্ষমতার আঁধার।
কার সাধ্য কাকে ঠেকাতে পারে
তাই প্রত্যহ সত্যের গায়ে মিথ্যের আঁচড় লাগে।।


১৫/৬/১৬