এলো নীল
সুখের বর্ণিল,
আসে শুধু তংকা
বাজে মনে ডংকা
আই খাই সব চাই
আছ গাছ আর নাই ;
আড় পাড় সব গেছে পিলেতে,
শুকরিয়া নাই তবু বসে আছে পিড়িতে।
অর ধর মার মার মারছে
আশ পাশ গুলস্তান, সব নিয়ে গেছে।
অই খাই ঝরনায় ঝরছে
চোখ দুটো ঢলে ঢলে মরছে।
তবু ভাই নেই ঘুম
এলো বুঝি মৌসুম।
নেবে এবার সব টুকু
রাখবেনা একটুকু।


০৪-১০-২০১৬