এখন আর নেই সেই দিন,
এখন শুধু বাড়ে শুধু ঋণ।
এখন আসল কথাটাই নকল,
আসলের সব চাবি হয়েছে বিকল।
এখন নম্রতা মানে পাগলামী,
সুকথায় আনে নাকী পাজলামী।
এখন সুবাক্য জোর আনেনা,
বদ কথায় মানে, কিছু নাকী জানেনা।
এখন নামাজ পড়ে গাল ভরা দাড়ী,
হাজারো মিথ্যে বলে, বানায় বাড়ী।
এখন আর খেলাধূলা নেই আগের মতন,
কেউ কাউকে করেনা আদর যতন।
এখন শ্রদ্ধাভক্তি হারিয়ে গেছে,
কে বলতে পারে কত কার পিছে।
এখন হয়না মেধার লড়াই,
কত পাস করানো যায়, হয় শুধু তারই বড়াই।
এখন নিদ্রা হয়না সুনিদ্রার কারণে,
সব খাইতে চাইলেও যায়না পরানে।
এখন দিনের সূর্য রাতে দেখি,
রাতের চাঁদ দিনে মারে উঁকি।
এখন বংশ কাঁদে ফাঁদে পড়ি,
নির্বংশ চলে মেরে হাতে তুড়ি।।


৮ /১১/২০১৬