বিবর্ণ আভায় বিবর্ণ রঙের বাহারে নিয়ত আমার দেশ,
মুহূর্তে মুহূর্তে পালটায়, ধরে হামামের বেশ।
কে আমার কে তোমার কে যে কাহার,
মোটেই বুঝা যায়না বলা বলি হয় আবার।
মানুষের পাশে মানুষের রঙ,
কি যে হয়, কার ধরে সঙ;
কষ্ট হয় অনুধাবনে আমার বাংলায়,
সারাদিন সর্দি কাশি থাকে,
রাতে বিবর্ন গেলাসে হাঁকে ;
হাজারো তৃষাতুর আত্মায় হাতড়িয়ে হাঁকে ;
আরো দে-দে বলে গাল মুখ আঁচড়ায় ;
কার সাধ্য ধরে রাখতে পারে পাঁজরায়।
অরণ্য বনানী ফুল বিহঙ্গ সকল,
হেসে খেলে কাঁদে, পায়না আসল।
আশাবাদী জমিনে আশায় আশায়,
বিবর আবর্তে আশারা হারায়।
তবু এক মুঠো প্রত্যাশায় তাঁর নাম জপে জপে,
প্রত্যহ গড়ায় সাজায় জগৎ অতিসন্তপর্নে।
এইটুকু নিয়ে এখন আমার বাংলায় সারাদিন তুমি আমি,
পেরুতে হয়, পেরুতে হবে ক্ষণ আমি তুমি।


৭/১১/২০১৬