তুমি এলে ঘনজুলমাত সরাতে সরাতে নির্ঘুম,
চোখে সময় দিতে শুধু আমার আমাদের স্বার্থে;
নিজের করা প্রয়োজনীয় কাজ না সেরে,
তুমি দিনের ক্লান্তিতে বুঝাতে আমাকে আমাদেরকে।
তাতে কোন অর্থ লোভ ছিলনা তোমার, ছিল খুশি তাঁহার,
এইটুকু আনতে শুধু এই জন্যই তুমি পরিশ্রম করেছ,
আমাদের আসলতায় আনতে তোমার তুলনা শুধু তোমাতেই খাটে।
সেই তুমি আজ আমার থেকে দূরে বহুদূরে,
আমি সত্যিই তোমাকে খুঁজি আমার সত্ত্বায়,
তুমি এখন রিয়াজুল জান্নায় মহানন্দে রয়েছ,
আমার ও আনন্দ হয়, আমি মহা খুশি হে নায়ক ;
আমি আমাদের জন্য খুশি আমার আঙ্গিনায়।
বিশ্বাস কর তুমি যে কত কেমন ছিলে তা আমি জানি,
আমার মননের মানুষেরা সত্যিই জানে,
জীবন আর যৌবন কোথায় কার জন্যে ব্যয়িত হবে।
আমার আমাদের প্রতিটি গানে, আমাদের প্রাণের রাজ্যে
আজ আনন্দ বিরহ আছে, তবে আফসোস নাই,
কেননা তুমি হেইলে প্রবিষ্ট হবেনা বোধহয়,
আত্মায় আত্মার প্রজারা বলে, তাঁর কথায়
বুঝি তুমি সর্বোচ্চ আসনে সমাসীন জান্নাতুল ফেরদাউস।
আমার আমাদের এইত পাওয়া প্রয়োজন,
নির্ঘুমে তাই হোক এই প্রত্যয় আমার তোমার।


১০/১১/২০১৬