নির্বাক দৃষ্টি মেলে আকাশে আকাশে, শূন্যতায় গুণে
ফেলে আসা আশৈশব, সোনালী যৌবন
যেখানে অহিসাব না রেখে সুহিসাব রেখেছে আত্ম সমালোচনায়,
ঘুমরে কেঁদেছে চোখ মনের চোখে অঝরে তাঁর কাছে,
ভুল সবই ভুল বলে আসল আসলায়,
বিনিদ্রতায় জাগরণে দু'হাত উপচায়ে আকাশে আকাশে,
পাপ না করেও পাপী হয়ে বিনম্রতায় অসহায় হয়েছে তাঁর কাছে,
এই ভাবে জীবনের যৌবন পেরুলে তুমি সাবধানতায়,
এখন যৌবনে অসময়ের ব্রশফায়ারে হতভম্ব প্রায় তুমি।
তোমার জল ভরা আঁখি-যুগলেহাসির ফোয়ারা ফুটছে শুধু,
তোমার অলক্ষ্যে তোমাকে দেখি,
কপোল বেয়ে যে জল সমুদ্রের প্লাবন আনে
তা হাজারো ফেরস্তা দেখে, সুমানুষ বুঝার সুপ্রয়াসী হয়।
ফরিয়াদ শুধু তাঁরই কাছে যিনি মৃত্যুর পরেও সুবিচার করেন আমার আমাদের।
চিত্ত বিত্ত বৈভব সবই সুরাহীর মালিক বলে,
আপনার সব শ্লাঘা তাঁরই জন্যে শ্লাঘনীয় হয়-হয়েছে -হবে।
অপেক্ষার তরীময় মাস্তুল আঁকড়িয়ে রাখার আয়াসে,
নিস্ফলতায় অবঘুন্ঠিত হবেনা তোমার আশায় আশ্বাসে পাওয়া আশার আলো।


২৯/৮/২০১৬