কীভাবে তোমাকে উল্টো-ভাবী
যে তুমি আমার স্বত্বায় আমৃত্যু সংগ্রামী
সুপথের অগ্রনায়ক।
আমার রাগত স্কন্দে তুমি সুরাহী
তোমার তাজীতে আমি নির্বাক খুশী
আমার চোখে যা পাওয়ার তাতে শুধু তোমাকে দেখে
বেপথে না হেঁটে, সুপথে চলার অনুজ সারথী।
তোমাকে যখন উল্টো ভাবে কেউ সঠিক আছ বলে
তখন আমার মন পুষ্পিত হয়ে ওঠে,
আমার চোখে আনন্দাভা ঝরতে থাকে
শুধু তোমারই গুণগানে।
কীকরে তোমাকে আমি উল্টো ভাবী বলো
যখন আমার আমিত্বে তুমি জাগরুক
আমার হরিৎময়তায় তুমি বায়সপিঙ
সুখের কুহ কুহ পাপিয়া কোকিল,
আমার আজ সত্যিই ভাবতে অবাক লাগে
এই আমাকে নিয়ে
কেননা আমার ভালবাসায় বোধকরি খাদ আছে
না হয় কী করে আমি আমার আমিত্বে তোমাকে আঘাত করি?!!


২১/৮/১৬