জীবনের বাঁকে বাঁকে দেখেছি সদাই
সব হয় কিছু হয় হয়না আদাই।
দুঃখের ফাঁকে ফাঁকে দেখা যায় আশার প্রদীপ,
প্রমত্তা নদীর বুকে জেগে ওঠে তাই বাসের বদ্বীপ।
কাঠ ফাটা রোদ্দুর, খাঁ খাঁ বিশাল ময়দানে,
ফোঁটা ফোঁটা বৃষ্টি ঝরে প্রাণ বাঁচায় তাঁর দানে।
সুখের বেলোয়াড়ী ঝাড় জ্বলে জ্বলে আনে
আঁধারে ঢেকে থাকা সরল প্রাণে।
তাঁহার রাহে চলতে-চলতে যে তুমি আমি ও আমরা,
আঘাতে আঘাতে তুমি ও তোমরা ;
ছাড়িনি, ছাড়েনি-ছাড়োনি তবু তাঁর নাম,
ভয়’কী বন্ধু , করুক’না করুক বদনাম।
জীবনের পথে-পথে থাকে থাকবেই এমন কিছু,
তাই বলে থাকবেনা, হবেনা হইওনা শয়তানের পিছু।
আঘাতে আঘাতে ফাটাবে জীবনের শকট সড়ক,
তবু উন্মোচন করতে হবে সুবইয়ের মোড়ক।
চলার প্রয়াসে চলতে হবে বন্ধু রাত্রী দিন,
হোঁচট আসবেই, খাবেই সারা দিন।
আমাদের তাই সরল পথে থেকে,
প্রত্যহ চলতে হবে আশার পথে।


১২/১১/২০১৬