আমার প্রকৃতির বুকে প্রত্যহ ফোটা ফুল
নান্দনিক উৎসাহে করে আমায় ব্যাকুল।
দুঃখের বায়স-পিঙরা ওড়ে ঘুরে
প্রতিনিয়ত আসে আমার দুয়ারে।
আনকোরা সুখ স্নিগ্ধ সুবাসে
সানন্দে নাচে মন আহারে!
দিগন্ত-স্নাত করে ডাকা ডাহুক সকল
নীড়ে ফিরে গাহে গান আসল।
স্বর্গ সুখের আশায় ওরা সব
নিত্য রুটিনে করে কলরব।
ঝরে ঝরে যায় ফুলের কলি
সুরভী সুবাস চলে যায় উড়ি উড়ি।
দিগভ্রান্ত হয়ে যায়
সুপথ হারিয়ে হায়!
দিগন্ত ছাড়া কী আছে এখন আর
নিম গাছে কদমের ফুল ফুটছে আবার।


১৩/৬/১৬