তুমি এলে তাই অফোটা ফুল গুলু প্রকাশিত হয়ে,
চারিদিক মৌ মৌ করেছে করে,
সবাইর নাসারন্দ্রে লেগেছে লাগে বিবর্ণ সুবাস,
ঝুবু-থুবুময়তাকে দিলে এনে সুবর্ণ শাওয়ার।
দিব্যি অবগাহন করেছে করে নির্ভয়ে
আবাস নিবাসে আমার আমি সুখেরা দুঃখেরা।
তুমি এলে বলে
অযত্নে গড়ানো নিবাস, সুরেলা হয়েছে অযুত হাজার বারং বার,
নিশ্বাসে ফুটেছে অযত্নে লালিত গোলাপ,
আমার আমাদের অনিদ্রায় থাকা জংলীময় আবাস,
ক্ষুধা হারিয়ে অন্নরা পেটের গুদামে হয়েছে নিয়েছে জায়গা,
রাত্রীর জাগরণে তাই তাসবিহ জপে নিদ্রালু ঘুমে হয়েছে ভোর।
জীবনের জানা চেনা অচেনায় সমৃদ্ধ জ্ঞানে
ছোট ছোট পুষ্প কলি বিশালতায় এনেছে
নদী থেকে সমুদ্রে ।
তুমি এলে বলে
ডাহুকেরা বিষণ্ণতায়হারিয়েছে অপথ
সুপথের বাঁকে বাঁকে গেয়েছে যুগের পাখি,
আনন্দের অবসৃত ধারায় অবগাহিত হয়েছি আমি আমার আত্মজ সাম্রাজ্যের হুসহার জীবন।
এই পথ ঘাট গিরি বন ফুল পাখি
সবই বাঁকাপীঠ থেকে সোজা হয়ে
চলছে চলছি আজিকার সুরাহী শকটে।।
৪/৯/২০১৬