অবঘুন্ঠিত চোখের পাতারা
দিবসের ক্লান্তি শেষে
রাতের আঁধারে খোলে ;
নিশ্চুপে ঝরায় অশ্রু।
সময়ের প্রকৃষ্টতায়
অসময়ের তাণ্ডব নৃত্যে
আমার অচলা ঝাঁকায়।
এখন, সুমনার বেশে অকিঞ্চিৎকর বাক্য বিগড়ায়
দুঃসহ শকটে চড়ে
বিরক্তময় হাতে হাজারো হাতে তালী;
আমি বিমুগ্ধ নয়নে দেখি
প্রত্যাশার ফুলেরা ঝেঁকে ঝেঁকে
নিয়ত আমার পথে ঝরে।
আমি প্রচ্ছন্ন সাহসে ধাবমান ছুটে-
অকস্মাৎ থমকে দাঁড়াই।
চেনা মুখের অপ্রত্যাশিত ব্রাশ ফায়ারে
ওমনি হুমড়ি পড়ে ফিরে তাকাই
দেখি কোন চোখ নাই।
আমার রিক্ততায়
ভেসে ভেসে আসে শুধু কিছু বিশুষ্ক মুখ
যাঁরা আমার ন্যায়
তাঁদের চোখ ও মনকে ভাবায়।


১৪/৭/১৬