দিবসের কর্মপ্রবাহে যখন ফিরে আসি আমি
কুটিরে এসে শুয়ে শুয়ে ভাবী;
তুমিত এলেনা আসবেনা জানি,
কিন্তু আমার এই হৃদয়তা শুধু তোমাকে খোঁজে আজি।
তোমার ভালো লাগা সব এই আমি সেজে রাখি রাখিয়াছি,
খাওয়ার চেয়ে সুকথা হবে জানা হবে, ধরবেনা বাজী।
তোমার কথায় ফুটেছে ফুল, গ্লুমলতারা জাগে জেগেছে,
বিনম্র শ্রদ্ধায় চলেছে
জীবন যৌবন কাটিয়েছে সঠিকতায়,
আনকোরা সময়ের শকটে নিন্দুকের নিন্দায়,
তুমি হেরে যাওনি জিতে যাবে বলে।
ওগো জীবনের সুরাহী, ওগো বন্ধু, ওগো সুপথের ডাক-ওয়ালা,
তোমার নিন্দুকেরা এখন আর করেনা তোমাকে নিয়ে খেলা।
আমি তোমার বিশাল নিন্দুকের গাল ভরা দাড়ী দেখে,
সত্যিই আমি বার বার নির্বাক হয়ে দেখেছি ওর দেহে;
তোমাকে দেখি রিয়াজুল জান্নায়,
নামাজ পড়ছ সেথায়।
এই কেমন তুমি তোমার সম্মান!
তুমি সাত’শ কোটি মানুষের চেয়ে সেরা,
তুমি আমার, আমার ভালোবাসায় ঘেরা।
কী করে না বলি আমি যে তোমায় ভালোবাসি,
দু'হাত জড়িয়ে ধরনা আমাকে আসি।


১৬/১১/২০১৬