কোথায় সুরেলা আহবান,
আমার-আমাদের সুজায়গায়,
আমিত্ব আজ আর ঠাহর করা যায়না,
প্রার্থনায় নূ্জ্য হওয়া এই আমি ও আমরা,
সোনার টুকরো খায় এখন রাস্তার কুকুর,
হিরকের টুকরো এখন আবাদী জানোয়ারের হাতে,
কোটি টাকার সব গুলো এখন নস্টময় মানুষের পকেটে,
বোল এখন লাথীর কাছে জিম্মি,
তাই অরন্য এখন আগুনের আখড়া।
সুকথারা নিরবে ঘুমরে কাঁদে,
কার কাছে বলবে,
যে তোমার ও ওরার একই সঙগী,
মুখ থুবড়ে পড়ে থাকা জানোয়ারের কাজ,
নিষ্ঠুরতায়ও সুপ্রভাত এনে দিয়েছে,
খোলাফায়ে রাশেদীন এই আলায়,
সরে যায়নি তাঁরা আপনার লোভে,
মেনেছেন মহান রাব্বুল আলামিনকে,
বিজয়ী তারাঁই আার তাঁদের অনুসারীরা,
আর সব পরাজিত ডে’আপটার ডে।