আমি নাট্যকর্মী হতে চাইনি বলে
নাট্যকার হয়েছি।
জীবনে যা ঘটে-ঘটছে তাঁরই চিত্র
কখনো উগ্র, কখনো ক্ষিপ্র
অংকে অংকে সাজাতে চাইনি বলে
আমাকে সাজাতে হয়েছে।
আমি কবি হতে চাইনি বলে
কবিতা আমাকে লিখিয়েছে ;
স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত ও অক্ষরবৃত্ত শিখেছি বলে
আমি উপমা উৎপ্রেক্ষায়
সাজাতে-রাঙাতে পেরেছি সদায়।
আমি গান গাইতে চাইনি বলে
গীতিকার হয়েছি;
মানুষ ও মানবতার হাহাকারে,
শব্দরা কিশলয় হয়ে আসে বারে বারে।
নব নব সম্ভারে জীবন প্রকৃতি সাজাই।
মুমূর্ষু প্রাণের কাছে মহিমা তাঁরই গাওয়াই।
আমি সত্যি একটা শব্দের জন্যে
অনেক অনেক শব্দকোষ খুঁজি ;
জল ভরা চোখে, উদ্বেল আনন্দে।
আমি বক্তৃতা দিতে চাইনি বলে
বক্তা হয়েছি ;
সত্যের কথায় আমি গাল খেয়েছি
তবু বীর দর্পে আমি তাঁরই কথা বলেছি;
যে আমার প্রভু, আমার সকল অহংকারের মালিক।
আমি লিখতে চাইনি বলে
লিখক হয়েছি;
প্রত্যহ ঘটে যাওয়া ঘটনা সকল
আমার তুলিতে ফুটে উঠেছে।
কারুর কাছে ভালো লাগুক আর নাই লাগুক,
আমি প্রকাশ্যে বলে যাই
আমার রাব্বুল আল’আমিনের প্রশংসার কথা।
২১/১১/২০১৬