বিধ্বংসী কামানের গোলায় শত্রু পক্ষ শুধু ধ্বংস হয়না,
পাশে থাকা সুসাজানো গুলবাগিচাও বিধ্বংস হয়।
ওখানের আনকোরা ফুল কুঁড়ি মুকুল
সবই ছিন্ন ভিন্ন হয় অনাহারী বৃন্ত সকল
শুধু একটু আঘাতে,
আর তা যদি বেলেল্লাপনা কোন নষ্টা নারী হয়,
তা hell এর আগুন থেকে আরো বেশী ভয়ঙ্কর হয়।
পৃথিবীর নায়াগ্রা কিংবা সিনাই পাহাড়,
দুটোই দেখার বিষয় কিন্তু বুঝতে হবে কোনটা কী জন্যে,
এই টুকু বুঝার জ্ঞান হাজারো বেশ্যার না থাকলেও
কিছু সুশিক্ষিতা হিজড়ার আছে,
যিনি রাইন থেকে ফোরাত আর আপনার আমিত্বকে
ঠিকই আগলিয়ে রাখার সুপ্রয়াসী থাকে।
বসন্তে কোকিল ডাকে কিন্তু শীতে এ দ্যাশে সাইবেরিয়ার পাখি আসে,
যারা খাদ্যান্বেষণের জন্যেই আসেনা শুধু,
আসে বাঁচার সু-প্রত্যাশায় কিন্তু তাতে তারা শিকার ও হয়।
এমনি কিশলয় ও একদিন জরাক্লিষ্ট হয়ে যায়
আর ঐ গুলো হিউমাস ও হয় আবার গুড়িয়ে উড়েও যায়।
সব সময় মনের রাজ্যে আকাঙ্ক্ষার ফুল গুলো
ফোটেনা বলে অজন্তে লালিতরা সুগন্ধি ছড়ায় আগানে-বাগানে।
জীবনের রঙ শুধু এজে সেজে রাতের কুহ-কেকা হওয়া নয়,
জীবনের রাত বড় বিশাল দিবসের অক্লান্ততায়
চিরহরিৎ আনন্দ উল্লাস জীবনকে আলোর আভায় ডাকায় প্রত্যহ সারাদিন।।


১৫/১২/২০১৬