২০১৬ সাল কত ছিল ঝাল,
মিষ্টি না মধুরে ভরে গেছে কাল।
দিনের সূর্য রাতে জেগে দিয়েছে আলো,
চাঁদের আলোর চেয়েও মন লেগেছে ভালো।
কেননা এখন আলোর প্লাবন বুঝা দায়,
অপ্রসন্নতায় প্রসন্নতার গান গেয়ে যায়।
পাতাবাহার হয়ে গেছে দূর দূর,
বেরসীকের গীত নাকী হয়েছে মধুর।
অরণ্য বনানীতে শূন্য পাখিকুল,
নির্ভয়ে ফোটেনা জবা বকুল।
প্রাণের দাম ঘাতকের কাছে ছিলো মাত্র টাকা,
তাই দেহ থেকে সুপ্রান করে দেছে ফাঁকা।
অমরদের হাঁক ডাকে প্রায়,
পঁচা গন্ধে নমরুদও নাকী নাক ছিটকায়।
তবু ভাই হামামের কথা মতে সব টুকু যেন,
চলেগেছে চলছে চলবে হেন।
ভাই ভাই মেরেছে বাবা মাকে এক সাথে হয়ত,
আর কিছু হবেনাকী নয়ত?
মিথ্যের আদলে সত্যের প্রলেপ মেখে,
কত না সত্যকে মেরেছে গলা টিপে।
ভয় ডরে কেটে গেছে ৩৬৫ দিন,
তবু শোধ হয়নি, হবেনাত কত ঋণ।
এই ভাবে শেষ হয় হয়ে গেছে ২০১৬সাল,
আাগামীতে যেন না হয় এমন সকাল ;
সব কিছু হয় যেন কামাল কামাল।
৩১/১২/২০১৬