নীরবে যে অশ্রু ঝরে,
সে কী নয় প্রতিবাদ?
যে দু'খানা হাত প্রত্যাশা করে,
সে-ত হতে পারেনা অপবাদ।।


ন্যায়ের থালে যখন অন্যায়ের বাড়া ভাত,
সেকী হতে পারে শুদ্ধ?
নিষ্পাপ গায়ে চলে পাপিষ্ঠ হাত,
তাতে হয় না কেন যুদ্ধ।


চারিদিকে চলে হানা হানি,
নিতে শুধু সাধ,
কেউ পায় ভুরী ভুরী, পায়না কেউ দানা পানি,
ওঠে আসে বিস্বাদ।


নিজের রক্ত নিজে খায় চুষে,
অন্যরা আছে ফাঁকা,
কেউ নেয় কিছু পুষে,
ন্যায়ের গা হয়ে গেছে বাঁকা।


১৬/১/২০১৭