তোমাদের মিছিলের শব্দে ভাঙ্গে কাপুরুষের হৃদয়
পারেনা ভাঙ্গতে তাহা, তাই বুলেটের আঘাতে আঘাতে
পাখি শিকার হয় তোমার সৈনিক
কিন্তু থামেনা রাজপথ
ওঠে আসে আরো আরো শব্দ
আড় পাড় ভাঙ্গে, ভাঙ্গে পিচাসের নিষ্ঠুর হৃদয়
হতভম্ব হয়ে যায় বেঈমান মোশরেকের দল
বেহুসে হুস হারিয়ে ছুটে চলে নিষিদ্ধ রাস্তায়
আবারো সেই শব্দ, সেই আওয়াজ উচ্চারিত হয়
দিগন্ত থেকে দিগন্ত উপচিয়ে পড়ে
নিষ্ঠুর হাত ভয়ে ভয়ে কাঁপে
সমালোচনায় আলোচিত জীবিত আত্মারা
ভাবে অন্যত্র থাকার আবাস
খুঁজে বানায় বিলাস বহুল নিবাস
কিন্তু তাই বলে কী এই শব্দ থামবেনা?
তা অবশ্যই,আর তাই রেইড করে
"সাইফুল্লাহময়"শরীর ছিন্ন ভিন্ন করে
কৃত্রিম সৈনিকের নিষ্ঠুর স্টেনগানে
আর অকৃতজ্ঞ প্রজারা ঠাঁয় দাঁড়িয়ে দেখে
নিজকে লুকোনোর আঁধার বিবরে
এখানেই শেষ নয় পথ
আরো দীর্ঘ পথের পথ বাকী
নিঃশ্বাসে আসবে এক দিন শান্তির লোবান
আমি সেই সব মিছিলে থাকার প্রার্থনা জানাই।।
২১/১/২০১৭