এখন আর দেখিনা ছাত্রছাত্রীদের বইয়ের মাঝে চোখ,
সব চোখ নিয়ে গেছে ফেইস বুক।
এখন আর দেখিনা হরতাল,
সব মিলে হয়ে গেছে এক তাল।
এখন আর দেখিনা খেলা ধূলা তত,
দিতে পারে শুধু আঘাত শত শত।
এখন আর দেখিনা কোনো মায়া,
প্রতিনিয়ত দেখি শুধু ভুতের ছায়া।
এখন আর দেখিনা সত্যভাষণ,
অযোগ্যরা নিয়ে গেছে বসার আসন।
এখন আর দেখিনা ফোটা ফোটা ফুল,
গন্ধে করেনা মনটা আকুল।
এখন আর দেখিনা পাখির কাকলী,
ভয় ডরে চলে গেছে নাকী সব গুলি।
এখন আর দেখিনা স্বরবৃত্ত ছন্দ,
নিজের ইচ্ছে হয়ে যায় দ্বন্দ্ব।
এখন আর দেখিনা লেখার আদর,
শরাব পিয়ে হয় বুঝি সব সমাদর।
এখন আর দেখিনা সম্মানী মানুষ,
দিকে দিকে উড়ে নাকী রঙিন ফানুস।


২২/১/২০১৭