কে ফোটালো ফুল
গাছে ফোটা বকুল
কে দিল রাত
আলোর প্রপাত
কে দিল দিন
সুরের বীণ
কে দিলো সূর্য
প্রানে আনা দূর্জ
কে দিলো ভোর
কেটে দিতে ঘোর
কে দিলো পাখির কাকলী
ভরে যেতে প্রাণের অলি গলি
কে দিলো ফুলের সুবাস
এনে দিলে দিলের নূহাশ
কে দিলো হাত
লিখতে হামদ ও নাত
কে দিলো চোখ
দেখার জন্য দুঃখ ও সুখ
কে দিলো ঠোঁট
সত্যকে অসত্য না বলার ছোট
কে দিলো পা
সুপথে হাঁটতে আহা
কে দিলো আমায় এথায়
যিনি পাঠিয়েছেন এখানে তোমায়
কে দলো এই পৃথিবী
যে খানে আছি আমি-আমরা সব-ই
তিনি আর কেহ নয় আল আমিন
তিনি রাব্বুল আলামিন।।
২৪/১/২০১৭