যে মনের জমিনে ফোটে সদাই ফুল
সেই জমিন হতে পারেনা অনাবাদী কোন দিন
তাতে নাইবা ফুটোক বকুল
অন্য ফুলের সমারোহে ভরে থাকে নিশি দিন।
যে হৃদয় ময়দান সর্বদাই থাকে উর্বর
সে হতে পারেনা কখনো অনাবাদী
শষ্যে নাইবা থাকুক ভরপুর
স্নিগদ্ধতার আভায় ছড়ানোর থাকে আশাবাদী।
যে মনের জমিনে বসবাসকারী জীবন থাকে
তা কখনই হতে পারেনা উষর
গোলাপ ফোটে তাতে ফাঁকে ফাঁকে
নিষ্ঠুর শাবলের আঘাতেও তা হয়না কখনও ধূসর।
যে হৃদয় সর্বদাই কাঁদে আল্লাহর ভয়ে
সেই হৃদয়ের চোখ হয়ে থাকে আনকোরা নতুন
নির্যাতন তো ওই মন-হৃদয়ে
সহে যায় সহে থাকে আমৃত্যু আজীবন।


২৭/১/২০১৭