ভোর বিহানের কাকলী রবে শুনি যে সুর,
আমার ডাকা আল্লাহ সুশব্দ তার থেকে নয় বহুদূর।
পাখির শোকরিয়া দেখি আমি নীড়ে,
তা দেখি দিনের ক্লান্তিতে ফিরে।
আমি তাঁর শোকরিয়ায় থাকি দিবস রাত,
সময় অসময় দিবস কী প্রাত।
দিকে দিকে শুনি মৃত্যুর পরোয়ানা জারী,
নেহাইত সত্যময় চোখে ঝরে শুধু বারী।
মায়ের অশ্রুময় ভরা ওই দু'টো হাতে তোলা ফরিয়াদ,
শব্দায়িত হয়ে মেশে যায় বাতাসের সাথ।
অদৃশ্যে নিয়ে যায় ফেরেশতারা ওই কথা গুলি,
আসমান জমিন কেঁপে ওঠে এক সাথে মেলি।
বোনের আহাজারি, বাবার কান্না,
স্ত্রী ঠাঁই দাঁড়িয়ে কারুর কাছে কিছু চান না।
শুধু তাঁর চোখে ঝরা ফোঁটা ফোঁটা জলরাশি,
বিউগলে বাজে শুধু বাঁশি।
নিয়ে যায় উড়িয়ে তাহা সপ্তাকাশে,
এক দিন হবে নাকি বিচার তাঁর সামনে।
তাতেও শোকরিয়া প্রশংসা তাঁহার,
আর সেই শব্দ গুলো শুধুই আমার।।


২৯/১/২০১৭