র্্যাব পুলিশ মাঝে মাঝে হতে পারে দ্বন্দ্ব,
কিন্তু কেউ কাক কখনই বলেনাত মন্দ।
সব জনের একই নাসারন্ধ্র,
নিমিষে-ই সন্ত্রাসীদের পেয়ে যায় গন্ধ।
তারা যে কষ্ট করে, তা’কী সত্য নয়?
গাল মন্দ খেয়েও তাদের কাজ করতে হয়।
জনগণের প্রহরী বলে যাদের ডাকে,
তারা কী ভালো কাজ করে ফাঁকে ফাঁকে?
বেশী ভাগ ভালোটা করে যায় তারা,
মন্দের আঁচড়ে’ই হয়ে যায় হারা।
সত্যকে মিথ্যের থালায় ঢালে নাকী?
তাই হলে হবে তারা শরাব সাকী।
এত-এত কাজ করে হবে কেন মন্দ,
এক জায়গায় এসে মিলে যায় ছন্দ।
ভালো কিছু করলেই মন্দও আসবে,
তাই বলে ভালো মানুষ মিথ্যে’য় কী ফাসবে?


৪/২/২০১৭