যৌবনের প্রদ্বীপ্ততায় ভাস্বর সুযৌবনের সোনা-রঙ তোমাদের মাঝে,
তোমাদের চোখ শত কোটি আশার আলোয়ে প্রহর গুণে,
অসত্যকে উপড়ে ফেলার সাহস রয়েছে তোমাদের,
তোমাদের মুষ্টিবদ্ধ শপথ সকল মিথ্যের
আগল ভাঙতে প্রেরণা যোগায়।
তোমাদের হুংকারে বিশাল পাহাড়, বাঁধার কনক্রিট
ঝরে ঝরে সুপথ সুগম করে প্রত্যহ নিশি দিন।
তোমাদের চলার ছন্দে কোটি কোটি চোখ প্রত্যাশায়
উজ্জীবিত হয়ে অগ্রগামী হতে স্বাগতম জানায়।
হে তরুণেরা, তোমাদের শক্তি সাহস ও বীর্যতায় আশাবাদী যুগের মানুষ।
তোমরা গড়াতে পারো জীবনের নড়বড়ে সেতু
যেখান দিয়ে সত্য মানুষেরা চলে অসত্যের গরল সরে যাবে।
আর অজস্র হাত আল্লাহু আকবার বলে হাত উঁচিয়ে চলতে থাকবে
ধীরে ধীরে ঘন-জুলমাত সরিয়ে রৌদ্দুর আভায় জীবন প্রকৃতি সাজবে।
এসো ভাঙো নির্মাণ করো খোলাফায়ে রাশেদীনের প্রশাসন।
মিথ্যের জৌলুস ধীরে ধীরে মিলে যাবে আলোর প্লাবনে।
তোমরাই দিতে পারো প্রাণ আল্লাহর পথে,
সে পথের সারথি হয়ে তোমরা বেহেস্তের সর্বোচ্চ স্থান পাবে।
তোমাদের কাফেলায় শত সহস্র প্রাণের সংযোগ হোক,
অপবাদ আসুক তাতে কি হে যৌবন?
তোমরাই গড়াবে জাতি, ভাবী পথ
আমাদের এই পৃথিবী।
মৃত্যু ও ভয় তোমাদের সাহসের কাছে তুচ্ছ।
মনে রেখ তোমাদের সকল যাত্রায় মালিক ছিলেন আছেন থাকবেন।
তর্জন গর্জনে হিংস্র বাঘ
ধেয়ে যাবে অচেনা জঙ্গলে ।
আবাদি স্থানে আবার ফুলে ফুলে সুশোভিত হবে
জীবনের পৃথিবী নিশ্বাসে ছড়াবে আতর লোবান।।
১৬/২/২০১৭