কি যে হয় সারা দেশে বুঝিনাতো কিছু হায়,
কেন হয় মারামারি, লুটে পুটে কে যে খায়।
অসতের পাল্লায় সৎ দের হাতে লাগে হ্যান্ডক্যাপ,
ছোড়ায়ে আনতে তারাই প্রশাসনে করে দৌড় ঝাপ।
সত্যকে ফাঁসাতে বাঁধে শুধু মিথ্যে,
মিথ্যের বারুদেরা লাগে শুধু সত্যে।
আট ঘাট সব কিছু হয়ে গেছে ভেটকী,
মোটা সোটা মাছেরা হয়ে গেছে শুটকি।
কেউ খায় কেউ ধায় কেউ মারে সুন্নী,
ধর্মের অজুহাতে ঐ দ্যাখ খন্তী।
আড়-বেড় বই ছাড় কত কিছু মন্ত্র,
থাকবি-তো বেঁচে থাক নেবে নাকী যন্ত্র?
কাজ নাই পাঁজ নাই করে শুধু জব্দ,
নিষ্ঠার কাজেরা হয়ে গ্যাছে রুদ্ধ।
কার জায়গায় কে যায় কী হবে দ্যাশটার,
ভাবীতে ভাবনা হয় যে মিস্টার।
কে শোনে কার কথা সব জানি বড্ড,
ছোটদের আঘাতে বড় ভাই করত।
২৭/২/২০১৭