কী জঞ্জালে কাটে প্রহর
অপেক্ষায় অপেক্ষায়
প্রত্যাশিত গোলাপ ঝরে
এখানে সেখানে।
কোটি কোটি চোখ দেখে অদেখায়
লক্ষ পদযুগলে পিসে যায় পথে ঝরে পড়া ফুল :
সামান্য ক'জন তার স্নিগ্ধতায়
মুখর হয়ে বুঝে, বুঝাতে চায়
জীবন ও যৌবনের ফোঁটা ফোঁটা রঙ,
তুলির আঁচড়ে ঠিকরে পড়ে
আলোর রশ্মি
যা প্লাবিত করে প্রকৃতি ও মনের পুরনো মুকুর।
কখনো কখনো ঘনজুলমাতে দেখা
তারাকে চাঁদ বলে
আবার কেহ কেহ আধাঁরে লুকিয়ে খুঁজে
মহারহমত সৃষ্টিকর্তার
যা কেহ পেরেছে ওঠাতে কেহ অস্বীকার করেছে বারে বারে।
২৫/২/২০১৭