ভয় নেই মুজাহিদ, তুমি জাগো, জাগো,
আঁধারে লুকিওনা তুমি,
সব খানে তিনি আছেন,
তোমার লুকোনোর খবরও তিনি জানেন।
তোমাকে এগিয়ে আসতেই হবে
এই জমিনে এখন তোমার বড্ড প্রয়োজন।
আলোর ঝর্নাধারায় অবগাহিত হতে
কোটি কোটি মানুষ চায়
শুধু তোমার দৌদন্ড প্রতাপ।
তুমি ভাঙ্গবে অশ্লিলতার আইন
প্রয়োগ করবে তাঁরই আইন, তাঁরই শাসন
সমগ্র পৃথিবী অচলায়।
চুপটি করে থেকোনা হে বন্ধু!
সময়ের নৌকোয় তুমি আজ তারি মাঝি,
চালাও নৌকো,পাড়ি দিতে হবে,
এই বিশাল সমুদ্র,ওপাড়ে
অপেক্ষয়মান জনতা তোমারই
তোমারই পথপানে চেয়ে আছে হে বন্ধু।
মানবেনা কিছু আর যা হচ্ছে দীর্ঘসময়,
তোমার বাহুতে দেখাও সেই শক্তি
যার প্রবলতায় নিষ্ঠুরতা ভেঙ্গে
সৃষ্টি কর্তার কথা আসবে
মানুষের মুখে মুখে, ধ্বনিত হবে
আল্লাহু আকবার, তোমারি শৌর্য বির্য্যের
প্রবলতার আশায় -আশ্বাসে
এখন সমগ্র দুনিয়ার মানুষ
প্রহর গুনছে তোমারি হে বন্ধু।
তুমি ভয় পেয়োনা কেননা
তুমিতো হান্জেলা (রাঃ)কথা জানো
অতএব তুমি জাগো জাগো হে বন্ধু, তারুণ্য আমার।
১৮/৩/২০১৭