দিকে দিকে চিৎকার,
ওঠে আসে ধিক্কার।
মা কাঁদে হাত তুলি,
কী করি কারে বলি।
বল্লেতো দোষ,
বলার কাছে বলা না হলে না খোশ নাখোশ।
এই দেখি রক্ত,
দৌড়ে কত ভক্ত।
কে শোনে কার কথা,
বলে যায় বক্তা।
অর্থের শূন্যতায় ভোগে কত নেতা,
দাম তাঁর নেই এখন সত্য কথা।
আড়ি কাড়ি টাকা হলো নেই ছিলো যাদের,
সম্মানে ভরে গেছে জীবন তাদের।
আত নাই জাত নাই হিংসায় ভরা,
মানুষের জীবনটাই হয়ে গেছে মরা।
হই চই গোল্লায়,
বোম ফাটায় মোল্লায়।
কোথাই যাবি কোন খানে সব জানা তার,
দিতে হবে চাওয়ায় শুধু অন্যায় আবদার।
এই ভাবে চলছে চলবে,
জীবনের কথা আর কে আর বলবে।
নয় ছয় অপচয় নয় কিছু নয়,
উপরের লোক ঠিক থাকলে সব কিছু হয়।
হায় হায় খাই খাই বলাবলি করছি,
মিথ্যের আগুনে নিজদের পুড়ছি।
১৯/৩/২০১৭