দ্যাশটাতো ভরে গ্যাছে বলাম ইবনে বাউরায়,
অশিক্ষিত লোক আছে বেশী সংখ্যায়।
তাই কে সঠিক কে বেঠিক ধরতে অবুঝ,
কালোকে কালো না বলে বলছে সবুজ।
সার্থের কৌশলে ছোড়ে কিছু শের,
না বুঝে আমাদের দ্যাশের মানুষেরা বলে হয়ে গ্যাছে ঢের।
ওদের সত্যের ঠোঁটে কত যে মিথ্যের গরল আছে,
তা শুনতে পারা যায় ওদের কাছে;
যাঁরা প্রচুর পড়ে ও জানে,
তাঁদের সংখ্যা বোধ হয় কম,
তবে তাঁরা মিথ্যেবাদীদের যম।
দিকে দিকে মুখোশ পরা আছে কতো জানোয়ার,
যারা সত্যের গায়ে তুলেছে তলোয়ার।
লোভের জন্যে ওরা সব করতে পারে,
যেমনটি করেছে বলাম ইবনে বাওরা তার বউয়ের কথা ধরে।
ওদের চিনতে লাগবে সুশি্ক্ষা বটে,
রিচার্স করতে হবে প্রয়োজনে তটে।
৩১/৩/২০১৭