আলোর বিচ্ছুরনে ফোটে রহমতের ফুল
শুকরিয়া আদায়, প্রার্থনায় রত
আবাদী দু'হাত নির্ঘুমে খুঁজে বেড়ায়
সান্নিধ্যে তোমার।
আবেগ আপ্লুত মন, প্রকর্ষনে ঘুমিয়ে করে আর্তনাদ।
আকাশের তারারা সারারাত
প্রেয়সীর কান্নার জলে
আফসোস হাহাকার।বিন্দু বিন্দু জলের ফোঁটায় তোমাকে খুঁজে।
বিগলিত আত্নায় শান্তনা এনে দেয়
ঘর্মাপ্লুত হৃদয়ের প্রতিটা অলিগলিতে
শুধুই তোমাকে পাওয়ার সুতীব্র বাসনায়।
আমার সব কথা পৌঁছোয়না
কেননা আমি প্রত্যহ প্রতারক
দিবসের ওয়াদায় নিজকে ভাংগি অন্যের আপনায়।
কি্ন্তু আমারতো আর তুমি ছাড়া কোন স্রষ্টা নাই,
তাই বারে বারে ফেরে আসতে হয় তোমারই কাছে।
আমার দেখা ফুল পাখি সবইতো তোমাকে ডাকে,
আমার নিরিবিলি প্রার্থনায়
ঠিক তাই ই হয়। কেননা আমার আত্নার
দুয়ারে শুধুই তুমি। তাই প্রত্যহ  কর্মপ্রবাহে খুঁজি
তোমাকে আমি আমার স্রষ্টা বলে ;
আর ডাকি তুমি যে আমার ওগো তুমি যে আমার।


২/৪/২০১৭