আমি প্রতীক্ষার প্রহর গুণতে গুণতে পেরিয়েছি কত রাত,
তাসবিহ পড়ে কাটিয়েছি সময় কখন হয়েছে প্রভাত।
কিন্তু তোমার পদ ধ্বনি শুনতে পাইনি আমি আজও,
বাতাসে হয় যেন কানাকানী , চলছে আমার কাজ এখনও।
থামেনা আমার আশা তোমাকে নিয়ে আর,
সাত সমুদ্র তের নদী হয়ে পার।
এই আমি অন্তরীক্ষে ঠাঁই দাঁড়িয়ে ভাবী,
কখন আসবে, আশার আলো নিয়ে তুমি।
তোমার রাগ বিরাগের ভাষণ শুনতে আমায়,
সেই কখন থেকে জেগে আছি আমি কিসের নেশায়।
সময়রা আমায় বড্ড জ্বালায়,
তোমাকে শুধু তোমাকে দেখতে আমার পাঠশালায়।
কখনো কখনো কতবার ঝরেছে চোখের জল,
কেঁদেছি প্রার্থনায় আমি ভিক্ষুক অবিকল।
শুধু চেয়েছি তোমাকে আমি বার বার,
হৃদয়ের শ্রোতারা চেয়েছে- চায় বহুবার।
আমার সাম্রাজ্যে, আমার মসনদে বসাতে তোমাকে,
তেত্রিশ হাজার বার মেইল পাঠিয়েছে ওরা আমাকে।
আমার মনের জনসাধারণ,
অন্ধভাবে ভালোবাসে তোমায়, তুমি অসাধারণ।


১৬/৫/২০১৭