সেই সৈনিক দাও আমাদের সা'দকে দিয়েছ যেমন,
সেই সৈনিক এখন আমাদের বড় প্রয়োজন।
বিবাহের দিন বিবাহ না করে নেতার(সাঃ)ডাকে গেলেন যুদ্ধের ময়দানে,
ফেরা হলনা বিবাহের জন্য তাঁর শহীদ হলেন সেখানে।
কত বিশ্বাস কত ঈমানী শক্তি ছিল তাঁর বলা যায়না কেমন। (ঐ)
খবর এলো যুদ্ধে সা'দ হলেন শহীদ,
মুহাম্মদ (সাঃ)এর সে রাতে হল না কোন নিদ।
সাহবায়কে পাঠালেন খোঁজতে শহীদী সা'দ এর লাশ,
তখন অন্য রঙে রঙিন হল আরবের আকাশ।
দেখা গেল হাজার হাজার ফেরেস্তা আসমান থেকে আসি,
সা'দকে গোসল দিয়ে দিয়েছে সাজি।
সারা এলাকায় আতর লোবানের সুগন্ধে ভরেছে যেমন, (ঐ)
নেতাজী মুহাম্মদ (সাঃ) দৃশ্যত সা'দ'র জানাজা পড়ালেন
কত ফুল ছিটিয়ে কাপড়ে শেষ হল তাঁর দাফন।
অপেক্ষার প্রহর গুণছেন বেহেস্তী হুরী,
সা'দের জন্য আল্লাহ তাকে করেছেন তৈরী।
ঈমানী বল এমনি হওয়া চাই নয় যেমন -তেমন।
সেই সৈনিক দাও আমাদের সা'দকে দিয়েছ যেমন,
সেই সৈনিক এখন আমাদের বড় প্রয়োজন।


৫/৭/২০১৭