ও মা ওগো মা তুমি সেরা মা সেরা নারী বলে,
চেয়ে দেখ তোমার ছেলে রাজপথের মিছিলে।
আল্লাহু আকবার নারায়ে তাকবীর সুর দিয়ে সুমধুর,
শত সহস্র মুজাহীদ আসে দূর খেকে বহুদূর।
ঐ দেখ মা মিছিলের আগে তোমার ছেলে।


আকাশে বাতাসে শোনা যায়, হয়ে গেছে জানাজানি,
আল্লাহর আইন ছাড়া আর কিছু নাহি মানি।
মুহাম্মদুর রাসুলুল্লাহ সাঃ আমাদের হবে নেতা,
সৎ হবে ব্যবসায়ী সৎ হবো আমরা ক্রেতা।
ঠকবেনা ঠকাবনা কাউকে নেশার ছলে।


আমাদের রাষ্ট্র চলবে কোরআনিক সংবিধানে,
আজ হত্যা লুট হচ্ছে কিসের ব্যবধানে?
আমরা এই পৃথিবীতে প্রতিষ্ঠা করতে চাই আল্লাহর আইন,
প্রতিটা রাষ্ট্রের মন্ত্রণালয় থাকবে খোলাফায়ে রাশেদীন।
আর পুরু পৃথিবী হাহাকার রক্তারক্তি যাবে চলে।
ও মা ওগো মা তুমি সেরা মা সেরা নারী বলে,
চেয়ে দেখ তোমার ছেলে রাজপথের মিছিলে।।


(গানটি সদ্য প্রয়াত আমার সুবন্ধুর বড় ভাই শ্রদ্ধেয় আবুল কাশেম ভাইকে উৎসর্গ করা হলো।তাঁর স্নেহময়ী জননী যা দেখেছেন, তাঁকে নিয়ে যা অনুধাবন করেছিলেন, তারই সচিত্র রূপ তুলে ধরার প্রয়াসী হলাম।আমাকে তিনি বলতেন মিন্টু নামাজ পড়িছ, কবরে যাইলে এই টুকুই যাইবেরে। তাঁকে ভুলার নয়। আমার আপন ভাইও আমাকে এত ভালোবাসতো না যিনি আমাকে যত ভালোবাসতেন।)
৯/২/২০১৭