পুন্যের মধূভরা শবই কদরের সারারাত,
ওঠাতে হবে আমাদের খালি দু'হাত।
ক্ষমা চেয়ে ফেলতে হবে অশ্রু,
মনে রাখবে আল্লাহ নয় কারুর শত্রু।
যদি পাওয়া যায় সত্যি এ রাত,
আমাদের প্রার্থনায় কিন্তু হয়ে যাবে বাজীমাত।
জানি সব তিনি করে দিতে পারেন মাপ,
যদি মিলে যায় চাওয়া গুলো খাঁপের খাঁপ।
মুসলমানদের জন্য শবই কদরের ক্ষনট,
হয়ে যেতে পারে জীবনের সেরা সনদ।
তাই নির্ঘুম ফজর পড়া সহ,
ভাগ্যবান হতে পারি আমরা তাও।
সেজন্য প্রার্থনায় থাকা দরকার তাঁর কাছে,
যিনি অপেক্ষা করছেন সপ্ত আসমানের নীচে।
আমাদের জন্য তাঁর কত ভালোবাসা,
থাকতে পারেনা আমাদের কোন নিরাশা।
২২/৬/২০১৭