আমার দু'চোখ দিয়েছ বলে মসজিদে যেতে পারি,
মসজিদে আঁধার না আলো দেখতে পারি আমি।
আমার এই পা দু'খানা দিয়েছ বলে আমায়,
দূর দূরান্তে যেতে পারি খোঁজ নিতে আত্মার আত্মীয়ের।
আমার দু'কান দিয়েছ বলে শুনতে পাই আযহানের ধ্বনি,
শুনতে পাই বাতাস পাখির কলকাকলী।
শুনতে পাই আমি শহীদী জননীর চিৎকারময় শব্দ।
শুনতে পাই আমি স্বামী হারা স্ত্রীর আর্তচিৎকার,
শুনতে পাই আমি ভাই হারা বোনের আর্তনাদ,
শুনতে পাই আমি ভাই হারা ছোট ভাইয়ের বিলাপ রোদন,
শুনতে পাই আমি প্রিয়তম হারা প্রেয়সীর ক্রন্দন।
আমার নাক দিয়েছ বলে তুমি
আমি ভালো মন্দ শুকে খেতে পারি,
না করতে পারি অন্যদের না খেতে ও খেতে।
আমি শুকে নিতে পারি অযত্নে লালিত ফুলের সুবাস,
আমি নিতে পারি স্বচ্ছ পানি বুঝতে পারি শরাব গেলাস,
তোমাকে ধন্যবাদ যে তুমি আমায় বানালে
তাই সকল কৃতজ্ঞতা তোমারই প্রতি রাব্বুল আলামিন।
২৮/৪/২০১৭