জীবনের কাছে কি আর খোঁজবো
যেখানে জীবনের মত রহমত দিয়েছেন
আমাকে তিনি, আমি তাতেই খুশী।
আমি সত্যই গর্বিত যে আমি মুসলিম
তাই তাঁর প্রতি আমার সব প্রশংসা সদাই।
আমার মনের গুলবাগিছায় তিনিই ফোটেন
রাত কি দিনে প্রভাত ক্ষনটে
বিনিদ্রায়, ঘুম, নির্ঘুম জপমালায় তিনি থাকেন।
আমার কৃজ্ঞতার কোন শেষ নেই
আর থাকবে কেনো, যেখানে তিনি সব দিলেন আমায় আমার সত্বায়
নতজানু হয়ে প্রার্থনায় ডাকি তাই তাঁকে।
অরন্য গোধূলী সিমাহীন প্রান্তরের মানুষের মাঝে
আমার ন্যায় সামান্য বান্দাকে দিলে সম্মান মর্যাদা
আর কী চাওয়া থাকতে পারে আমার হে প্রতিপালক আমার?
জীবনের গাছে অসংখ্য ফুল ফুটিয়ে দিয়ে আমায় তুমি
করেছ মানুষের কাছে স্নিগ্ধতায় মুখর,
আমি বড্ড কৃতজ্ঞ তোমার প্রতি হে আমার প্রতিপালক।
তোমাকে দিয়ে আসা ওয়াদা আমি ভঙ্গ করেছি বার বার,
কিন্তু তা যেনো আর না হয়, সেটুকু যেন রয়;
তোমার রহমত থেকে বঞ্চিত হতে চাইনা আর আমি
কেননা আমি তোমারই, শুধু তোমারই হতে চাই।


১৪/৪/২০১৭