তোমাকে দেখতে চাই আমি
অকোতভয় সৈনিক হিসেবে
নির্ভিক ভাষণে দন্ডয়মান মুজাহিদ।
তোমার প্রতিটি কথায় ঝরে পড়বে
আকর্ষণ -প্রকর্ষণে মমতায় গড়া শব্দমালা
আমৃত্যু স্মরণ যোগ্য নেতার নেতৃত্ব তোমার।
তোমার কন্ঠের শব্দ
ঝিমানো মানুষ জেগে ওঠবে দিক হতে দিগন্তে
মুখে থাকবে আল্লাহর জমিনে আল্লাহর শাসন
কায়েমের উচ্চারিত শপথ শ্লোগান।


তোমাকে দেখতে চাই আমি
কুরানের এক জন খাটিঁ মুসলমান হিসেবে
যেমনটি পূর্বসুরীরা হয়ে শ্লাঘনীয় হয়েছে
ভয়হীন চিত্ত ছিল অটল প্রহরী।


তোমাকে দেখতে চাই আমি
নির্যাতিত মানুষের হৃদ স্পন্দন হিসেবে
তোমার বাকময় কথায় কবিতায় ও সুরের মূর্ছনায়,
মানুষ তোমাকে মূল্যায়ন করবে
ভালবাসবে


তারাও সংগ্রাম করবে সেই পথে যে পথ
আল্লাহ ভালবেসেছেন।
আমি নির্বাক তাকিয়ে হাসব
আর আনন্দে দু'চোখে জল ঝরাবো শোকরিয়া আদায় করে।
তোমাকে দেখতে চাই আমি
ভাষণে কথনে বলনে চলনে সত্যে ও আমানতে
আর তা দেখে ও শুনে আমি পরিতৃপ্ত হবো।


২১;৭/২০১৮